• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিটফোর্ডে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৮, ১১:৩৭

রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে র‌্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই ভেজাল ‍ওষুধ জব্দ করে।

অভিযানে ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে দুই বছরের জেল ও আট লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সাতটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবিদ হোসেন, খায়রুল ইসলাম রবিন, সুজন, দীপু বর্মণ ও সমীর দাস।

র‌্যাব সূত্রে জানা গেছে, আল সাবা মেডিকেল হল, সিফাত মেডিকেল হল, বিসমিল্লাহ ফার্মেসি, পিএম ড্রাগ হাউস, বিসমিল্লাহ ড্রাগ হাউস ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এছাড়া ভাই ভাই মেডিকেল এজেন্সিসহ আরও একটি ফার্মেসিতে অভিযানের সময় ফার্মেসি দুটির মালিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় র‌্যাব।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দিনে প্রবাসী আয় ১১৫ কোটি ডলার
ভেজাল ওষুধ বিক্রির চেয়ে মাদকের কারবার ভালো : ভোক্তা অধিকার
কোটি টাকার ফি হিসাবরক্ষকের পকেটে, শাস্তির মুখে মিটফোর্ডের ৫ কর্মকর্তা
X
Fresh