• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৭ কেজি সোনাসহ বাংলাদেশ বিমানের গাড়িচালক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৮, ২২:৪৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের মাইক্রোবাস থেকে প্রায় সাত কেজি সোনাসহ চালককে আটক করেছেন কাস্টমস হাউজের কর্মকর্তারা। আটক ওই চালকের নাম বিল্লাল হোসেন।

জব্দকৃত ৬০ পিস সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ(রোববার) দুপুরে বিমান বন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট এলাকা দিয়ে স্বর্ণ নিয়ে বের হওয়ার সময় তল্লাশি চালিয়ে এসব স্বর্ণসহ ওই গাড়ি চালককে আটক করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার
--------------------------------------------------------

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আজ(রোববার) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙার গেটে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। পরে গাড়িটি হ্যাঙার গেট দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করেন।

তিনি জানান, ওই গাড়িতে চালকের পাশের আসনের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় সাত কেজি।

অথেলো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে, আমজাদ নামে একজন ট্রলিম্যান তাকে ওই টেপ মোড়ানো প্যাকেটটি দিয়েছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমজাদের তা নেয়ার কথা ছিল।

এই কাস্টমস কর্মকর্তা জানান, আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আমজাদকেও আটকের চেষ্টা হচ্ছে।

গাড়ি বিল্লাল চালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এম.টি. (মেইনটেন্যান্স টেকনিশিয়ান) অপারেটর।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
X
Fresh