• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জলাবদ্ধতা প্রকটে, বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৮

রাজধানীতে সকাল বেলায় ধূসর ভারী মেঘ। আকাশ ভেঙে নামে বৃষ্টি। কালবৈশাখী ঝড়ের সঙ্গে কয়েক ঘণ্টার বর্ষণে জল জমেছে রাজধানীর বিভিন্ন রাস্তায়, ফলে ছুটির দিনেও বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।

সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় বৃষ্টিপাত হয় ৫০ মিলিমিটার। এরপর থেকেই সকালে ভাসছে রাজধানী। প্রধান সড়কে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। পাড়া-মহল্লার সড়কে কাদা-পানি একাকার। রোববার সকাল থেকে রাজধানীতে এমন চিত্রই ছিল সর্বত্র। বর্ষা না আসতে আসতে রাজধানীর এমন চিত্রতে হতাশ নগরবাসী।

তাদের অভিযোগ, সব সময় এমন চিত্র দেখা যায়। বিশেষ করে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে। সংশ্লিষ্টদের কারো কোনো মাথা ব্যথা নেই। এভাবে চলতে থাকলে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর সড়ক, অলিগলি। ড্রেন-নালা একাকার হয়ে রাজধানী রূপ নেয় এক পানির নগরে। থই থই পানিতে অনেক জায়গায় যানবাহন আটকে যাওয়ায় নগর-জুড়ে তৈরি হয় যানজট। বৃষ্টি আর পানির কারণে যানবাহন না পেয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা সময় কেটেছে মানুষের।