• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডেপুটি হাইকমিশনার তালহাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল ২০১৮, ১৪:২৮

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাকে দেশে চলে আসতে বলা হয়। তাকে আগামী ৭ মের মধ্যে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে গেল ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি খুলে ভাংচুরের ঘটনা ঘটে।
--------------------------------------------------------
আরও পড়ুন :মিয়ানমারকে চাপ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
--------------------------------------------------------

বিএনপি নেতাকর্মীদের এ হামলার দিন (৭ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বে ছিলেন ডেপুটি হাইকমিশনার খন্দকার তালহা। হাইকমিশনার নাজমুল কাউনাইন তার পরিচয়পত্র প্রদানের জন্য তখন আয়ারল্যান্ডে অবস্থান করছিলেন। ওই দিন স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী স্মারকলিপি প্রদানের জন্য হাইকমিশনে যায়। তারা খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে কয়েকজন হাইকমিশনে প্রবেশ করে হামলা চালায়। এরপর বঙ্গবন্ধুর ছবি খুলে অবমাননা ও ভাংচুর করে। বাংলাদেশ সরকার এ ঘটনায় ব্রিটিশ সরকারকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায়। পুলিশ একজনকে আটক করে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh