• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আগে শিক্ষকরা দরিদ্র ছিলেন, উদারহস্তে দান করতেন: নূর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৪

আগেকার সময়ে শিক্ষকরা অনেক দরিদ্র ছিলেন। কিন্তু ওই দরিদ্র শিক্ষকরা উদারহস্তে আমাদের দান করতেন। যার ফলে আমরা ধনী হয়েছি। কিন্তু এখন শিক্ষকরা আগের তুলনায় অনেক ধনী কিন্তু ছাত্ররা দরিদ্র হয়েছে। হয়তো সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

বললেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।

বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে চলছে, একজন শিক্ষকের সন্তান হিসেবে এটি আমার কাছে খুব বেশি আনন্দের বিষয় মনে হয় না।

--------------------------------------------------------
আরও পড়ুন : জেনে নিন সেহরি ও ইফতারের সময়
--------------------------------------------------------

নূর বলেন, শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা আগের তুলনায় বেড়েছে। কিন্তু ছাত্রদের যেভাবে গড়ে তোলা দরকার, শিক্ষকরা সেভাবে কিন্তু গড়ে তুলছে না।

তিনি বলেন, একটা মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপার রয়েছে। কেবল বইয়ের কয়েকটা পৃষ্ঠা মুখস্ত করানো তো শিক্ষা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা ওই সমাজটা গড়ার কাজ থেকে পিছিয়ে রয়েছি।

মানুষ গড়ার কাজটি হলে এতো আলোচনা বা আইনের প্রয়োজন হত না বলে মনে করেন তিনি।

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মহসিন আলী প্রমুখ।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা
উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : নূর
বিনোদন অঙ্গন থেকে সংসদ সদস্য হলেন যারা
বিজয়ী হলেন আসাদুজ্জামান নূর
X
Fresh