• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাগ‌রিকত্ব না থাকলেও তারেককে দেশে ফেরানো যাবে : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৬:৪২

তারেক রহমান এ মুহূর্তে বাংলাদেশের নাগ‌রিক নন। তার মানে এই নয় তিনি যখন আবার নাগরিকত্ব ফেরত চাইবেন, পাবেন না। যদি ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক হতে চান, তাহলে তিনি তা পারবেন। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট’র আওতায় ব্রিটেন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেয়া রায় বাস্তবায়ন করা সম্ভব।

আইনমন্ত্রী বলেন, দেশের বাইরে গেলে নিজ দেশের পাসপোর্টই নাগরিকত্বের মূল দলিল হিসেবে বিবেচিত হয়। ব্রিটেনে আশ্রয়রত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ব্রিটেন সরকারের কাছে তার নিজ দেশের পাসপোর্ট সারেন্ডার করে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।