• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ

মা-ছেলের পর চলে গেলেন বাবাও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ০৮:৪৪

রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর এবার বাবা মানিক মিয়া (৩৫) মারা গেছেন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে।

গেলো মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিম রাতেই মারা যায়। পরদিন বুধবার দুপুরে মিনা বেগম মারা যান।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh