• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিগারেট ধরাতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৮, ০৯:০৭

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় সিগারেট ধরানোর সময় গ্যাসলাইটার বিস্ফোরণে আগুন ধরে যায়। এসময় আগুনে পুড়ে মারা যায় তামিম নামে ৭ মাসের একটি শিশু।

এ ঘটনায় শিশুটির বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন বাসার নিরাপত্তাকর্মী মনির (৩০) ও তাঁর স্ত্রী মিনা (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামে।

ফায়ার সার্ভিস মিরপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন জানান, মিরপুরে ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩ নম্বর রোডের ৪নং বাড়ির নিচতলায় সিকিউরিটির গার্ডরুমে পরিবার নিয়ে থাকেন বাড়ির কেয়ারটেকার মানিক মিয়া। মঙ্গলবার রাত ১২টার দিকে মানিক মিয়া সিগারেট ধরানোর সময় দিয়াশলাইয়ে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। আগুনে তারা তিনজন দগ্ধ হন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাষ্ট্রপতি আবদুল হামিদের বর্ণাঢ্য জীবন
--------------------------------------------------------

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশুটি সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গেছে। দগ্ধ মনিরের ৮৫ শতাংশ ও তার স্ত্রী মিনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
র‍্যাগিংয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh