• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তরুণীটি অজ্ঞান পার্টির কবলে পড়েছিল!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৮, ১২:৩৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে এক তরুণীকে ফেলে দ্রুত চলে যায় চালক। পরে তরুণীকে অচেতন অবস্থায় সড়ক থেকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কে বা কারা কেন এ তরুণীকে ফেলে গেছে তার কোনো কারণ জানা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া আরটিভি অনলাইনকে জানান, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য ঘটনাটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে হাসপাতালে পাঠায়। মেয়েটি তার নাম বলেছে। তাকে হাসপাতালে নেয়ার পর সে শুধু নিজের নাম আর মোবাইল নম্বর বলতে পেরেছে। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরবর্তীতে মেয়েটির পরিচয় জানা যায়। মেয়েটি অভিভাবক আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাতে ওই মেয়ে নিউমার্কেট থেকে কাউলা আসছিলেন। পথে সিএনজি অটোরিকশা চালককে পানীয় এনে দিতে বলেছিলেন মেয়েটি। সেই পানি পান করার পর মেয়েটি জ্ঞান হারান বলে জানান তিনি। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। তবে মেয়েটি আগের চেয়ে অনেক সুস্থ রয়েছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
জানা গেল ভাইরাল তরুণ-তরুণীর মারধরের কারণ
X
Fresh