• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দাফনের আগে নড়েচড়ে উঠলো নবজাতক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৮, ১২:০৮

ঢাকার আজিমপুর গোরস্থানে দাফনের আগে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই। এ যেন ছন্নছাড়া নৌকার তীর খুঁজে পাওয়ার মতো অবস্থা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

--------------------------------------------------------
আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন।

আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু আরটিভি অনলাইনকে বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।

তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন :

এমসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
সিরাজগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া ৪ নবজাতকের মৃত্যু
X
Fresh