• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৮, ২১:২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এসময় আব্দুল গাফফার ও হোসেন আহমেদ পাটোয়ারি নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণবারের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

আব্দুল গাফফারের পাসপোর্ট নম্বর BN-0242837। তার বাড়ি পাবনা জেলায়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুপুর তিনটার দিকে রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের BG-040 ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করলে শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালের স্ক্যানিং এলাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এসময় জুতার ভেতরে লুকানো অবস্থায় ৬৯৭ গ্রাম ওজনের ৬টি স্বর্ণবার পাওয়া যায়।

অপরদিকে হোসেন আহমেদ পাটোয়ারির পাসপোর্ট নম্বর- BR-0592976।

সে দুবাই থেকে EK 586 নম্বর ফ্লাইটে করে বিকেল ৫টার দিকে অবতরণ করে। প্রথমে জিজ্ঞাসাবাদে সে তার কাছে কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরবর্তীতে শুল্ক গোয়েন্দা দল পুনরায় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার আন্ডারওয়্যারে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ কেজি একশ তেষট্টি গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার পাওয়া যায়।

আটক ব্যক্তিদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাবিপ্রবিতে হল থেকে বহিষ্কার ৮ শিক্ষার্থী
X
Fresh