• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রবাসীদের ভোটের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বই প্রধান সমস্যা : সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৮, ১৯:১০

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বই হচ্ছে প্রধান সমস্যা। কারণ পৃথিবীর অনেক দেশে দ্বৈত নাগরিকত্বের বৈধতা নেই। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগশীর্ষক এক সেমিনারের তিনি এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

নূরুল হুদা বলেন, প্রবাসীদের ভোটাধিকার দিতে ২০০৮ সালে পোস্টাল ভোট চালু হলেও তা কার্যকর করা যায়নি। প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে চিঠি দিয়েছে। কমিশনও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী নির্বাচনের আগে এসব পদ্ধতি নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে।