• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অনুমোদন ছাড়া পণ্য আমদানি করায় ১৯ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৮, ২০:২৮

অনুমোদনের অতিরিক্ত পণ্য আমদানি করায় একটি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেছে শুল্ক গোয়েন্দার কমলাপুর টিম।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে পণ্য জব্দের বিষয়টি জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পানগাঁও কাস্টমস হাউস ২৫ মার্চ চীন থেকে আসা চারটি কন্টেইনার তল্লাশি ও পরীক্ষা করে ২৩ টন অতিরিক্ত পণ্য পায়। ৮৬ টন মিরর গ্লাসের বদলে প্রায় ১০৭ টন ৭৬১ কেজি পণ্য পাওয়া যায় এক চালানে। শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পণ্যগুলো আমদানি করছিলেন। সি অ্যান্ড এফ মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল পণ্য গুলো ঘোষণা করছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : পুলিৎজারে বাংলাদেশি আলোকচিত্রী পনিরের ৩ ছবি
--------------------------------------------------------

পরে কাস্টম হাউস অর্থদণ্ড, বিমোচন জরিমানা এবং অতিরিক্ত শুল্ক কর বাবদ ১৮ লাখ ২৪ হাজার ৫৪১ টাকা অতিরিক্ত আদায় হয়েছে। রাজস্ব আদায় হওয়ার কথা ছিল ২২ লাখ ৫৪ হাজার ৯৪৯ টাকা। কিন্তু শুল্ক গোয়েন্দা জরিমানাসহ সর্বমোট ৪০ লাখ ৭৯ হাজার ৪৯০ আদায় করেছে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh