• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘুষগ্রহণকারী ওই চিফ ইঞ্জিনিয়ার বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ২২:১১

নৌপরিবহন অধিদপ্তরের ঘুষগ্রহণকারী প্রধান প্রকৌশলী(চলতি দায়িত্ব) এস এম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ (রোববার) নাজমুল হকের বহিষ্কার সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়

গেল ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন ঘুষের ৫ লাখ টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এ প্রেক্ষিতে ওই তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : চলন্ত বাসে গণধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে ৫ আসামি
--------------------------------------------------------

দুদক সূত্র জানায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নাজমুল হকের নিকট গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানান। পরে সব বিধি-বিধান অনুসরণ করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়া হয়।

অনুমতি সাপেক্ষে এদিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচার হোটেলে নাজমুল হক ঘুষের দ্বিতীয় কিস্তি বাবদ ৫ লাখ টাকা নেয়ার সময় তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পাঁচ লাখ টাকা আগেই নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh