• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হতাহত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে : রেলমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ১৬:২৫

গাজীপুরের টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। বললেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রোববার দুপুরে টঙ্গীতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, কি কারণে এ দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখতে চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫
--------------------------------------------------------

তিনি আরও বলেন, আগামী এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনা কবলিত বগিগুলো সরিয়ে নিয়ে রেললাইন পরিষ্কার করে ফেলা হবে এবং ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামন আরটিভি অনলাইনকে জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ আপলাইন
ট্রেনে ঈদযাত্রায় কোনো ভোগান্তি নেই : রেলমন্ত্রী
X
Fresh