• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের টাকাসহ নৌপরিবহন প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ২০:৩৬

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশের দুই মন্ত্রীর সঙ্গে মিয়ানমার মন্ত্রীর বৈঠক
--------------------------------------------------------

দুদক সূত্র জানায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নাজমুল হকের নিকট গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানান। পরে সব বিধি-বিধান অনুসরণ করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়া হয়।

অনুমতি সাপেক্ষে এদিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচার হোটেলে নাজমুল হক ঘুষের দ্বিতীয় কিস্তি বাবদ ৫ লাখ টাকা নেয়ার সময় তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পাঁচ লাখ টাকা আগেই নিয়েছিলেন তিনি।

রাজধানীর রমনা মডেল থানায় আবদুল ওয়াদুদ বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক
বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে দুদক
রাবিতে দুদকের অভিযান
X
Fresh