• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই প্রজ্ঞাপন জারি: জনপ্রশাসন সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৫:০৫

কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যথাসময়ে হবে। জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রধানের কাছ থেকে নির্দেশনা পাওয়াটা এখন খুবই জরুরি। প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি।

কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হবে জানতে চাইলে সচিব বলেন, প্রজ্ঞাপন যথাসময়েই হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনও নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনও ক্ষতি হচ্ছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাবি উপাচার্যের বাসায় হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার
--------------------------------------------------------

প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে কীভাবে কার্যকর হবে জানতে চাইলে সচিব বলেন, অনেকে এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি এত সহজ বিষয় নয়। কিছুটা জটিলও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সবকিছুই কেটে যাবে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন, কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হবে।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এঘটনায় পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে আহত হয়েছেন।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh