• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি উপাচার্যের বাসায় হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৩:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসায় হামলাকারীরা পেশাদার ছিলেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীরা যেই হোক তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাবির ভিসি স্যারের বাড়িতে হামলাসহ তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

তিনি বলেন, হামলাকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট উদ্বোধন
--------------------------------------------------------

ডিএমপি কমিশনার বলেন, পয়লা বৈশাখে এবার কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে বর্ষবরণ উদযাপনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবার ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে যৌন হয়রানি প্রতিরোধে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সব ধরনের ধূমপান নিষিদ্ধ থাকবে। যারা ধূমপান করবে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। এছাড়া বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে শব্দ দূষণ রোধে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
রমজানে যানজট নিরসনে বিশেষ নজর দিতে হবে : ডিএমপি কমিশনার
রাস্তায় বসেই ইফতার করলেন ডিএমপি কমিশনার 
X
Fresh