• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যারা প্রতিবন্ধী তাদের অন্যভাবে চাকরি দিব: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ১৮:১০

কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। প্রতিবন্ধী উপজাতিদের অন্যভাবে চাকরি দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। ১৯৭২ সাল থেকে কোটা চালু হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোটা সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে চাকরি দিয়ে দিই। মেধাবীরা কিন্তু কেউ বাদ যায় না। একটা নীতিমালা হয়েছে। যেখানে কোটাধারী পাওয়া যাবে না, সেখানেই মেধা দিয়ে পূরণ হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন :সব কোটা বাতিল, সংসদে বললেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

তিনি বলেন, যারা বিসিএস দেয় তারা সকলেই মেধাবী। যারা কোটায় সুযোগ পাচ্ছেন, তারাও মেধাবী। কার্যত শতভাগই মেধাবী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, সকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ এসেছিল। ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলেছি সব কোটা বাতিল। আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা সারাদিন রোদে রাস্তায় বসে আছে। রোগীরা হাসপাতাল যেতে পারছে না। অফিস আদালতে যেতে পারছে না। কী দরকার দুর্ভোগের?

তিনি বলেন, জেলায় জেলায় আন্দোলন চলছে কোটা সংস্কারের। তারাও চায় না কোটা। নারীরাও দেখালম রাজপথে নেমেছে। তারাও কোটা চায় না।

আরও পড়ুন :

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
X
Fresh