• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতাদেরকে প্রধানমন্ত্রী

'সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ১২:৫৫

সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না- ছাত্রলীগকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রলীগ নেতাদেরকে এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের ফেসবুক আইডিতে তারা এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক আইডিতে সাইফুর রহমান সোহাগ লিখেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। তিনি বলেন সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন
--------------------------------------------------------

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

বুধবার চতুর্থ দিনের মতো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এদিকে, বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কোটা সংস্কার নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার। এসময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত। দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়। তাই সবাইকে তিনি দায়িত্বজ্ঞানহীন কথা না বলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh