• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতীয় চ্যানেল বন্ধে সংসদে নোটিশ

আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৮, ২৩:৩২

সংসারের শান্তি বিনষ্ট করে এমন ভারতীয় চ্যানেলগুলো বন্ধের জন্য জাতীয় সংসদে নোটিশ দিয়েছেন চাঁদপুরের সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা।

মঙ্গলবার তার ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্ট থেকে এই খবর জানা যায়।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, পারিবারিক শান্তি বিনষ্টকারী ভারতীয় চ্যানেল যথা: স্টার জলসা, জি-বাংলা, স্টার প্লাস, জিটিভি ইত্যাদি বন্ধের জন্য জাতীয় সংসদে নোটিশ দিয়েছি।

এই চ্যানেলগুলো সবগুলোই ভারতীয়। প্রতিদিনই এই চ্যানেলগুলোতে বিভিন্ন সিরিয়াল প্রচার হয়ে থাকে। ভারতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ধারাবাহিকের কারণে দেশের যৌথ সংসারগুলো ভেঙে ছোট হয়ে যাচ্ছে এবং সন্তানরা মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করছে বলে অভিযোগ করেন অনেকেই।

এর আগেও বেশ কয়েকবার সিরিয়াল প্রচার করা ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা জন্য অনেকবার দাবি ওঠেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল প্রচার বন্ধ করার দাবি দীর্ঘদিনের। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে আমাদের সংস্কৃতি নষ্ট হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
X
Fresh