• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে পর্যালোচনা হবে : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৮, ১৫:৩৫

ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারাগুলো নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে পর্যালোচনা হবে। ৩২ ধারা নিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্বিগ্ন হবার কিছু নেই। আইনের খসড়াটি সংসদীয় স্থায়ী কমিটিতে শিগগিরি যাবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গতকাল সোমবার ডিজিটাল নিরাপত্তা বিল সংসদে উত্থাপন করা হয়েছে। তবে এনিয়ে আরও আলোচনা-পর্যালোচনার সুযোগ আছে। তাই এ আইনে বিতর্কিত কিছু থাকলে তা বাদ দেয়া হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভিসির বাসায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আদালত হচ্ছে বিচার প্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক বিচারকই স্বাধীন। তবে বিচার করতে গিয়ে কোনো পক্ষ যাতে অবিচারের শিকার না হয় এবং কোনোভাবে যেন অহেতুক হয়রানি ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মা-ছেলে গ্রেপ্তার
সাংবাদিক ইলিয়াস হোসেনের বিচার শুরু
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের নামে মামলা
আদম তমিজী হক কারাগারে
X
Fresh