• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আজ বাড়ি ফিরবেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১০:০২

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদের শারীরিক অবস্থা ভালো। তিনি আজ বাড়ি ফিরবেন।

শনিবার সকাল দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানান, শেহরিনের শরীরের দগ্ধ স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে লাগানো চামড়াও শুকিয়ে গেছে। এখন তিনি সুস্থ রয়েছেন। তবে চলে যাওয়ার পর আমরা তার খোঁজ খবর রাখবো।

--------------------------------------------------------
আরও পড়ুন : গুগল, ফেসবুক, ইয়াহু, ইউটিউবকে লিগ্যাল নোটিশ
--------------------------------------------------------

দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট-৩ এ থেকে দেশে ফেরার জন্য ছাড়পত্র দেয়া হয়। তার পা ভেঙে গেছে এবং শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়।

গেলো ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুরে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫০ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে শাহিন ব্যাপারী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিঙ্গাপুরে নেয়া হয় কবির হোসেন নামে একজনকে। ঢামেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েত।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান দুর্ঘটনায় ২ মেয়েসহ অভিনেতার মৃত্যু
দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার করুণ মৃত্যু
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫
X
Fresh