• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার অগ্রগতি নেই : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৮, ১৫:৩৯

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে দুদেশের সরকারের মধ্যে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এর কোনো অগ্রগতি নেই। বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি। এসময় প্রধানমন্ত্রী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবকে রোহিঙ্গাদের বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি সই হয়েছে। দুদেশের মন্ত্রী পর্যায়ের সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা হয়েছে।

শেখ হাসিনা বলেন, এদেশে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হয়েছে। এপর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে।