• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কলেজছাত্র রাজীবের চিকিৎসার ব্যয় বহন করছে ঢাকা মেডিকেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৮, ১৩:৩৪

রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপে হাত হারানোর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের চিকিৎসার সমস্ত ব্যয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহন করছে। এ ছাড়া বাড়তি যেসব খরচ হচ্ছে, তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন। রাজীবের চিকিৎসায় সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানালেন ঢামেক অর্থোপেডিকস বিভাগের প্রধান ও ওই মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন।

আজ (বৃহস্পতিবার) সকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, আমরা রোগীকে পরীক্ষা করে দেখেছি। তার আরও পরীক্ষা-নিরীক্ষা দিয়েছি। আরও কোনো সমস্যা রয়েছে কি না তা জানতে তার সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে রাজীবের অবস্থা স্থিতিশীল আছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদা জিয়ার জামিন ২২ এপ্রিল পর্যন্ত
--------------------------------------------------------