• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রযুক্তি যেন সর্বনাশের বাহন না হয় : রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ২১:১৫

শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধসহ একজন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে নিজেদের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তি উন্নয়নের বাহন। কিন্তু এ প্রযুক্তি যেন সর্বনাশের বাহন না হয় তা নিশ্চিত করতে হবে। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ (বুধবার) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তনে ভাষণকালে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সময়ের সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়নে ব্যর্থ হলে, তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। শিক্ষার সব পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর করতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সচিব হলেন ৬ কর্মকর্তা
--------------------------------------------------------