• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সন্তানদের কোটার আওতায় আনায় মুক্তিযোদ্ধারা হেয় হচ্ছেন: ড. তোফায়েল আহমেদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ২২:৩৬

মুক্তিযোদ্ধারা মোটেই পিছিয়ে পড়া নন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সন্তানদের কোটার আওতায় আনায় তারা সামাজিকভাবে হেয় হচ্ছেন। বললেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক(সুজন) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, চাকরিতে কোটা সংবিধান সম্মত। কিন্তু এটা হলো অনগ্রসর শ্রেণির জন্য। কোটা দেয়া হয় পিছিয়ে পড়াদের জন্য, দরিদ্র বা ক্ষীণকায়দের টিকিয়ে রাখতে।

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। তাই কোটার মাধ্যমে তাদের সন্তানদের চাকরিতে নিয়োগ দেয়া মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করার সমান।