• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১০:৪৬

চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যা গত অর্থবছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার। এ হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৪২ ডলার।

--------------------------------------------------------
আরও পড়ুন: চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

জাতীয় অর্থসূচকের এ উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
‘আর্থিক খাতের দুর্বলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে’
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
আশা জাগিয়েও নেতিবাচক প্রবৃদ্ধির বৃত্তে আটকে যাওয়ার শঙ্কা 
X
Fresh