• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জয়কে নেতৃত্বে চায় তৃণমূল

অনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর ২০১৬, ১৮:৫৩

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নেতৃত্বে চায় দলটির তৃণমূল নেতা-কর্মীরা।

শনিবার ২০তম কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের বক্তৃতা পর্বে তারা এ দাবি জানান।

বললেন, আওয়ামী লীগের রূপকল্প ভিশন ২০২১ বাস্তবায়নে তরুণ প্রজন্মের নেতা হিসেবে জয়ের বিকল্প নেই।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বিরেন্দ্র নাথ শম্বু বলেন, সজিব ওয়াজেদ জয় নেতৃত্বে এলে রাজনীতিতে তরুণ প্রজন্মের আস্থা বাড়বে। তাই আসছে কমিটিতে জয়কে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা জরুরি।

ঢাকা মহানগর উত্তরের সহ-প্রচার সম্পাদক আজিজুল হক বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নেতৃত্বে এলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাবে দেশ।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের কাছে জয় সঠিক রাজনৈতিক অভিভাবক হবেন। তরুণরা রাজনীতিতে উৎসাহিত হবেন। দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুরর রহমান বলেন, সময়ের দাবির প্রতি সমর্থন রেখে জয়কে নেতৃত্বে এগিয়ে আনা জরুরি। সামনের দিনে আওয়ামী লীগের নেতৃত্ব নতুন পথের সন্ধান পাবে তার হাত ধরে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক বলেন, ডিজিটালের ছোঁয়ায় দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে জয়ের বিকল্প নেই। ভবিষ্যৎ নেতৃত্বে জয়ের মতো তরুণদের এগিয়ে আনলে দেশ এগিয়ে যাবে। তরুণরা বিপথে যাওয়া থেকে বিরত থাকবে।

এইচটি/ডিএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh