• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলার মাটি সন্ত্রাসে ব্যবহার করতে দেয়া হবে না, থাকবে না দারিদ্র্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ১৬:৫২

আশপাশের কোনো দেশের সন্ত্রাসী তৎপরতার জন্য দেশের ভূখন্ড ব্যবহার করতে দেয়া হবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলার মাটি সন্ত্রাসবাদে ব্যবহার করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, সবসময় সন্ত্রাসের প্রতি আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স থাকবে। কোনোভাবেই এদেশে সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে না। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই।

ভাষণের শুরুতে জাতীয় ৪ নেতা ও ৩০ লাখ শহীদকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তারপর সম্মেলনে আগত নেতা-কর্মী, কাউন্সিলর, বিদেশি প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা শুরু করেন।