• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রী নিজেই হুইল চেয়ারের লক খুলে দিলেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৮, ১৮:১৭

মহান মুক্তিযুদ্ধে শহিদ, শহিদ পরিবার, আহত ও তাদের পরিবার এবং মুক্তিযুদ্ধ ও দেশের জন্য যারা অবদান রেখেছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধার কোনো কমতি নেই।

মানুষকে কীভাবে শ্রদ্ধা করতে ও ভালোবাসতে হয় তা দেখিয়েছেন তিনি। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনই এক দৃশ্য দেখলেন উপস্থিত অতিথি ও টিভি সেটের মাধ্যমে দেশের মানুষ।

ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ জন পুরস্কারপ্রাপ্তর মধ্যে মরণোত্তর পুরস্কার পেয়েছেন ১০ জন। তাদের মধ্যে কয়েকজন পুরস্কার নিতে আসেন হুইল চেয়ারে বসে।

হুইল চেয়ারে প্রথমে আসেন শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসানের স্ত্রী। এসময় প্রধানমন্ত্রী নিজ আসন ছেড়ে সামনের দিকে এগিয়ে এসে তার হাতে পুরস্কার তুলে দেন।