• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজ আওয়ামী লীগের সম্মেলন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৬, ২৩:২৭

আজ আওয়ামী লীগের ২০তম কেন্দ্রীয় সম্মলনের শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় সম্মেলন উদ্ধোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সবস্তরের মানুষের দৃষ্টি এ সম্মেলন ঘিরে। দু’দিনের সম্মেলনের মাধ্যমে দলটির নেতৃত্বে কারা আসছেন- এ হিসেব-নিকেশই ঘুরপাক খাচ্ছে সবখানে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। চলছে এমন গুঞ্জন।

এ নিয়ে তিনি বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।

সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন প্রস্তুতির সবশেষ অবস্থা তুলে ধরার সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এ মুহূর্তে সম্মেলনস্থল পুরোপুরি তৈরি।

সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের পাশাপাশি উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যেও। সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করছেন উৎসুক মানুষ ও তৃণমূলের কর্মীরা।

সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের পাশাপাশি থাকবেন ১১টি দেশের ৫৫ জন বিদেশি অতিথি। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

ধারাবাহিকভাবে দু’বার সরকার গঠন করে দেশের উন্নয়নে আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই উন্নয়নের জোয়ার আরো গতিশীল করতে কারা আগামী দিনের কাণ্ডারি হবে- সেদিকেই চেয়ে আছে দেশের মানুষ।

২২ ও ২৩ অক্টোবরের সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচন করবে দলটি। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে এখন টান-টান উত্তেজনা।

ক’দিন ধরে সকাল থেকে রাত -সব সময়ই পদ প্রত্যাশীদের উপস্থিতিতে মুখর ছিল দলটির সভানেত্রীর কার্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান।

সাধারণ সম্পাদকের ‘পদ’ কে পাচ্ছেন - তা নিয়েই দলের ভেতরে ও বাইরে কৌতূহল তুঙ্গে। বেশকিছু সিনিয়র নেতা সাধারণ সম্পাদক পদের দৌড়ে থাকলেও, শেষ চমক কী থাকছে- তা জানতেই এখন অপেক্ষা।

দলের নীতি নির্ধারকদের মতে, সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে কেন্দ্রীয় কমিটির আকারও বাড়ানো হতে পারে। সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমন্ডলীর পদ ১৫ থেকে বেড়ে হতে পারে ১৯। এতেও নতুন চমকের আভাস পাওয়া গেছে। বর্তমান তালিকা থেকে বাদ পড়ার পাশাপাশি যোগ হতে পারে বেশকিছু নতুন মুখ।

এছাড়াও যুগ্ম-সম্পাদকের ৩টি পদের রদবদল হচ্ছে। থাকতে পারে ৫ সদস্য। আর বিভাগ বাড়ার কারণে বর্তমান ৭ সাংগঠনকি পদ বাড়ারও আভাস দিচ্ছেন নেতারা।

কাউন্সিলের মাধ্যমে দলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের হাত ধরে এগিয়ে যাবে আওয়ামী লীগ এমন প্রত্যাশা সব মহলের।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh