ঢাকার সবকটি সংবাদপত্রে ছাপা হয় লাল সবুজের পতাকা
আরটিভি অনলাইন রিপোর্ট
| ২২ মার্চ ২০১৮, ১৬:৫৫ | আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৭:১৫

আরও পড়ুন: পাইলট আবিদের স্ত্রীর অবস্থা আরও অবনতি
------------------------------------------------------- এদিন এক লিখিত বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘লক্ষ অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের দাবি ন্যায় সঙ্গত। তাই সাফল্য আমাদের সুনিশ্চিত। এদিন রাজধানীর বায়তুল মোকাররমে শিশু-কিশোর এবং পল্টন ময়দানে সশস্ত্র বাহিনীর সাবেক বাঙালি সৈনিকদের সমাবেশ ও কুচকাওয়াজে মানুষের ঢল নামে। অন্যদিকে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এছাড়াও মুজিব-ইয়াহিয়া এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে প্রায় সোয়া এক ঘণ্টার এক বৈঠক হয়। বৈঠক শেষ ভুট্টো সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ভবনে শেখ মুজিব, ইয়াহিয়া ও আমার মধ্যে এক ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শেখ মুজিবের সঙ্গে আমি আরও ফলপ্রসূ ও সন্তোষজনক আলোচনায় আগ্রহী। আরও পড়ুন: জেএইচ