• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একে আজাদের অননুমোদিত বাড়ি ভাঙলো রাজউক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৮, ১৪:০৭

এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট, শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক’র নকশা বহির্ভূত হওয়ায় বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। কাল থেকেই স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশমুখ থেকে ভাঙা শুরু করে। অভিযানের আগে সকালে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবা সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান বলেন, বাড়িটির রাজউক অনুমোদিত নকশা নেই। কাজ শেষ করে বিস্তারিত বলা যাবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শহীদ মিনারে সাবেক নৌসেনাদের সমাবেশ
--------------------------------------------------------

বাড়িটি ১৯৬৪ সালে নির্মিত। একসময় এখানে স্কুল ছিল। বাড়িটি দুই বিঘা জমির ওপর নির্মিত। এ কে আজাদ ১০ থেকে ১২ বছর আগে বাড়িটি কেনেন বলে জানা গেছে। কিন্তু এ কে আজাদ বাড়িটি কেনার পর নিজের নামে রেকর্ড করতে পারেননি বলে রাজউক সূত্রে জানা যায়।

অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ব্যাগ হাতে কয়েকজনকে বেরিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
X
Fresh