• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাসায় মশার প্রজননক্ষেত্র থাকলে জেল-জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১৯:৩৩

বাসাবাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার নগরভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, আগামী ৮ এপ্রিল বাসাবাড়িতে ভ্রাম্যমাণ আদালত(মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। যেসব বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া যাবে বা লার্ভা পাওয়া যাবে, আইনানুযায়ী সেসব ভবন মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ড দেয়া হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভাই আর বাবুকে শেষ বিদায় জানাতে এসেছি : মেহেদি
--------------------------------------------------------

তিনি আইনের ব্যাখ্যা তুলে ধরে বলেন, প্যানাল কোর্টের ২৬৯ ও ২৭০ এর আওতায় আমাদের দণ্ড দেয়ার বিধান রয়েছে। আমরা চাই না কোনো নাগরিক বিব্রত অবস্থার মধ্যে পড়ুক। কারও অবহেলার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

এদিকে ডিএসসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘মশক বাহিত রোগ প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ’ বিষয়ক মতবিনিময় সভায় মেয়র বলেন, বাসাবাড়ি বা বাড়ির আঙিনায় পরিত্যক্ত টায়ার বা কন্টেইনারে স্বচ্ছ পানি জমে থাকলে পরিচ্ছন্ন রাখতে মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।

তিনি বলেন, একইসঙ্গে ১ লাখ ৬৫ হাজার বাসাবাড়িতে সচেতনতামূলক গণবিজ্ঞপ্তি পৌঁছে যাবে। প্রত্যেক বাড়ির মালিককে এই গণবিজ্ঞপ্তি বা নোটিশ দেয়া হবে।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
‘ঈদের পরই পুরান ঢাকার রাসায়নিক গুদামে চিরুনি অভিযান’
X
Fresh