• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৬, ১৯:৩১

আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানালেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

বললেন, এবারের সম্মেলনের মাধ্যমে আগামীতে দল পরিচালনায় শক্তিশালী নেতৃত্ব উপহার দেবে আওয়ামী লীগ।

এদিকে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান মুখর হয়ে ওঠে নেতা-কর্মীদের পদচারণায়। বিকেলে সম্মেলন উপলক্ষে তৈরি মঞ্চ ঘুরে দেখেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। এসময় তিনি সম্মেলন প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন।

এবার সম্মেলনে আগত অতিথিদের জন্য ১০০ ভ্রাম্যমাণ টয়লেট, ২০টি টি-স্টলের ব্যবস্থা থাকছে। প্যান্ডেলের ভেতরে ও বাইরে মিলিয়ে ৪০ হাজার আসন থাকছে। প্যান্ডেল ও এর আশপাশে সুশৃঙ্খলভাবে সম্মেলন উপভোগের জন্য ১৬টি বড় পর্দার ব্যবস্থা থাকছে। এছাড়াও মঞ্চে থাকছে বিরাট থ্রি-জি পর্দা।

সোহরাওয়ার্দী উদ্যানের শিশুপার্ক সংলগ্ন প্রবেশপথ দিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন প্রবেশপথ দিয়ে কূটনীতিক ও বিদেশী মেহমানরা ঢুকবেন।

এছাড়া রমনা কালীমন্দির, রাজু ভাস্কর্য ও চারুকলা ইনস্টিটিউট সংলগ্ন প্রবেশপথ দিয়ে সাধারণ ডেলিগেট, আমন্ত্রিত বিশেষ অতিথি ও সাংবাদিকরা ঢুকবেন। এসময় কেউই সঙ্গে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না।

এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh