• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেপাল থেকে দেশের পথে ২৩ মরদেহ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১৪:৪০

কাঠমান্ডুতে প্লেন বিধ্বস্তে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান ঢাকার পথে রওয়ানা দিয়েছে।

সোমবার বাংলাদেশ সময় আড়াইটার দিকে নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে মরদেহবাহী বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বেলা ৩টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। এরপর কফিন নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে বিকাল ৪টায় হবে জানাজা। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহত বাকি তিন জনের মরদেহ শনাক্ত হওয়া সাপেক্ষে শিগগিরই দেশে পাঠানো হবে। এর আগে ইউএস-বাংলার একটি বিমানে করে নেপালে যাওয়া স্বজনদের দেশে পাঠানো হয়।