• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সময়ের গণমাধ্যম অনলাইন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০১৬, ১৬:২৭

অনলাইন সাংবাদিকতার গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কাগজের পত্রিকার সংখ্যা কমছে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে ‘জাতীয় প্রেসক্লাব-বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা এখনো পুরোনো যুগের মানুষ সকাল বেলা উঠে পত্রিকা হাতে না পেলে মন খারাপ লাগে। ১ কাপ চা আর একটা পত্রিকা- আমরা যারা পুরনো, তাদের অভ্যাস। কিন্তু আজকের ছেলেমেয়েরা ল্যাপটপ নিয়ে বসে, ওখানেই দেখে, ওখানে বসেই পড়ে। এটা হলো বাস্তবতা।’

তিনি বলেন, সময় এখন ডিজিটাল, প্রযুক্তির উন্নয়নে সংবাদ পরিবেশনাও হয়ে গেছে ডিজিটাল।

প্রযুক্তির সঙ্গে থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাই হোক প্রযুক্তি ব্যবহার করতে হবে, প্রযুক্তিতে আসতে হবে, বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।

এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh