• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমান দুর্ঘটনায় আহত রুবায়েত দেশে ফিরছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১৬:২৫

ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত রাশেদ রুবায়েতকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার কাঠমান্ডুর স্থানীয় সময় বেলা সোয়া ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০৭২ ফ্লাইটে তাকে ঢাকায় পাটানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ৩টার দিকে ফ্লাইটটি অবতরণ করে।

তার স্বজনরা জানায়, দেশে আসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

এর আগে শুক্রবার রাশেদের ছাড়পত্র দেয় কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় মেডিকেল টিম
--------------------------------------------------------

গতকাল শুক্রবার দেশে ফিরে আসেন বিধ্বস্ত ইউএস-বাংলার আহত তিন যাত্রী মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার এ্যানি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিজি-০০৭২ ফ্লাইটে ঢাকা ফেরেন আহত শেহরিন আহমেদ। তাকেও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ নিয়ে ওই দুর্ঘটনায় আহত বাংলাদেশি ১০ যাত্রীর মধ্যে ছয়জন কাঠমান্ডু ছাড়লেন।

গেলো সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। আহত হন আরও ২০ জন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
X
Fresh