• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টয়লেট থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১২:১৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকার একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার রাত দেড়টার দিকে এ স্বর্ণ আটক করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার তিনটির ওজন তিন কেজি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।