• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় বঙ্গবন্ধু পুরস্কার পেলেন মৌলি আজাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ২৩:৩৫

বাংলাদেশের প্রয়াত কবি ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক হুমায়ুন আজাদকন্যা মৌলি আজাদ কলকাতায় বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন। কলকাতার সাহিত্য পত্রিকা চোখ এবং সামাজিক সংগঠন উভয় বাংলাযৌথভাবে তাকে এই সম্মাননা প্রদান করে।

রক্তজবাদের কেউ ভালোবাসেনিনামে একটি উপন্যাস লিখে তিনি এই পুরস্কার পান। কলকাতার রবীন্দ্র সদনের বাংলা একাডেমির জীবনানন্দ সভাগৃহে শুক্রবার তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কলকাতার কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

মৌলি আজাদের হাতে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের কাউন্সিলর মিয়া মোহাম্মদ মাইনুল কবীর সভাপতি হিসেবে এ সম্মাননা তুলে দেন।

বঙ্গবন্ধু পুরস্কার ছাড়াও এদিন দুই বাংলার জনপ্রিয় প্রয়াত কবি শামসুর রাহমানের নামাঙ্কিত কবি শামসুর রাহমান পুরস্কারও দেয়া হয়। এই সম্মাননা পান চট্টগ্রামের কবি ও সম্পাদক বিদ্যুৎ কুমার দাস।

কলকাতার সাহিত্য পত্রিকা চোখপ্রায় দুই দশক ধরে দুই বাংলার বহু সাহিত্যিকদের বঙ্গবন্ধু ও কবি শামসুর রাহমান নামাঙ্কিত এই সম্মাননা দিয়ে আসছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার পেয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে মৌলি আজাদ বলেন, এ সম্মাননা পেয়ে সত্যিই আমি গর্বিত।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
X
Fresh