• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাড়িতে কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট হাউজে আসেন বঙ্গবন্ধু

অনলাইন ডেস্ক
  ১৬ মার্চ ২০১৮, ১০:৪১

একাত্তরের এই দিনে গাড়িতে কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট হাউজে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় মুজিব-ইয়াহিয়ার প্রথম বৈঠক। কড়া সামরিক পাহারায় প্রায় আড়াই ঘণ্টা বৈঠক চলে।

অন্যদিকে, প্রেসিডেন্ট হাউজের কিছু দূরে অবিরামভাবে চলতে থাকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান। মুক্তিপাগল বাঙালির বাঁধভাঙ্গা এ শ্লোগানে অনেকটাই চাপে পড়ে ইয়াহিয়া।

এদিন ইয়াহিয়া রাতভর তার জেনারেলদের নিয়ে বাঙালি হত্যার পরিকল্পনা করেন। দিনের আলোচনার পরও রাতে জেনারেলদের সঙ্গে বাঙালি হত্যার নিখুঁত পরিকল্পনায় বসেন বর্বর ইয়াহিয়া।

এদিন, ঢাকার পিলখানা, ফার্মগেট, রামপুরা, যশোর, রংপুর, খুলনা ও চট্টগ্রামে বিক্ষুব্ধ বাঙালির ওপর চলে পাক সেনাদের নির্মম নির্যাতন।