• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জামায়াতকে আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৬, ০৮:৩৬

আসছে ২২ ও ২৩ অক্টোবরের ২০তম জাতীয় সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। জানালেন, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি প্রগতিশীল গণতান্ত্রিক দল। আমাদের সম্মেলনে শুধু দেশের গণতন্ত্রমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে।

সম্মেলনে জামায়াতকে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে নাসিম বলেন, দলের কার্যকরী কমিটির সভা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না।

তিনি আরো বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসেনা।

তিনি বলেন, সম্মেলনে বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে। তবে ৭১ এর ঘাতক পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর কথা নাকচ করে দেন নাসিম।

আসছে ২২ ও ২৩ অক্টোবরের সম্মেলনে অংশ নিতে বিএনপিসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণ পত্র পাঠাবে আওয়ামী লীগ।

আমন্ত্রণ পেলে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে অংশ নেয়ার কথা বিবেচনা করবে বিএনপি। জানালেন, দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

আরটিভি অনলাইনকে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কার্যালয় খোলা আছে। নিয়মিত অফিস করছি। আওয়ামী লীগের সম্মেলনের কোনো চিঠি এখনো আসেনি। আমন্ত্রণ পত্র হাতে পেলে দলের হাইকমান্ড সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh