• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চিত্রশিল্পী জয়নুল পাকিস্তান সরকারের দেয়া খেতাব ও পদক বর্জন করেন

অনলাইন ডেস্ক
  ১৪ মার্চ ২০১৮, ১২:৪৩

১৪ মার্চ ১৯৭১ এ দিনে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে কিছু নতুন মেরুকরণ হয়। এদিন লেখক সংগ্রাম শিবিরের উদ্যোগে বাংলা একাডেমী প্রাঙ্গণে এক সভায় দেশের সবস্তরের জনগণকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। জনতার বাঁধভাঙা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসেন বাংলার লেখক, শিল্পী, কবি ও সাহিত্যিকরা।

বরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিন এবং সাবেক জাতীয় পরিষদ সদস্য আবদুল হাকিম পাকিস্তান সরকারের দেয়া খেতাব ও পদক এই দিনে বর্জন করেন।

এ দিন সকালে ন্যাপ সভাপতি খান আবদুল ওয়ালী খান ও ন্যাপ নেতা গাউস বক্স বেজেঞ্জা বিমানে করাচি থেকে ঢাকায় আসেন। ঢাকা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সংকট উত্তরণের লক্ষ্যে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার জন্য আমি খোলামন নিয়ে ঢাকায় এসেছি। সামরিক শাসন প্রত্যাহার ও নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত শেখ মুজিবুর রহমানের দাবির প্রশ্নে তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত।'

পরে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধু এবং ন্যাপ নেতা আবদুল ওয়ালী খান প্রায় দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ঢাকায় এলে আমি তার সঙ্গে কথা বলতে রাজি আছি’