বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১৪ মার্চ ২০১৮, ১১:৫৯ | আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৩০

আরও পড়ুন: মরদেহ শনাক্ত কঠিন হচ্ছে, দেশে আনতে সময় লাগবে
-------------------------------------------------------- পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ ও ঘটনাস্থল পরিদর্শনে সোমবার নেপাল গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। সেখানে হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ নেন তিনি। এছাড়াও তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন। আরও পড়ুন: এমসি/জেএইচ