• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মরদেহ দেশে নেয়ার ব্যবস্থা চলছে: বিমানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১১:৪৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে নেপাল থেকে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

আজ বুধবার নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রির সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ ময়নাতদন্তের পর দেশে নেয়া হবে। মরদেহ যাতে দ্রুত শনাক্ত করা যায় সে বিষয়েও ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুর্ঘটনা পরবর্তী সার্বিক বিষয়ে খোঁজখবর ও করণীয় নির্ধারণে মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু যান বিমানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা ও পরিকল্পনা সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানসহ তিন জনের একটি টিম।

এদিকে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রি বলেছেন, হতাহতদের দেশে পাঠানোর ব্যাপারে নেপালের আইন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা করবে দেশটির সরকার।

ছেত্রি বিমান দুর্ঘটনায় হতাহতের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

সেনাপ্রধান বলেন, এ পর্যন্ত নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজ ও হতাহতদের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর আহতদের উন্নত চিকিৎসা দেয়া এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যাপারে নেপালে আইন অনুসারে সরকারের সাধ্যে যতটা সম্ভব পুরোটাই করা হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
প্রতিরক্ষা ভেদ করে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি
X
Fresh