• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আপিলের আদেশে আমরা মর্মাহত : জয়নুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১১:৩২

আপিল বিভাগ আমাদের কোনো কথা না শুনেই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে দেয়া চার মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন। আদালতে এ আদেশে আমরা মর্মাহত ও ব্যথিত। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিত করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আদালতে এ আদেশে আমরা মর্মাহত ও ব্যথিত। অতীতে এ ধরনের কোনো আদেশ দেয়া হয়নি। এ আদেশের ফলে সারা দেশের মানুষের আদালত সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে।

সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। এই সময়ের মধ্যে জামিন স্থগিতের আবেদনকারীদের নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।