• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আহতদের চিকিৎসা ও মরদেহ আনার খরচ ইউএস-বাংলার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৮, ১২:৫৩

গতকাল সোমবার নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দেশে আনার আনুষঙ্গিক সকল খরচ বহন করবে ইউএস-বাংলা।

আজ মঙ্গলবার ইউএস বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, ক্যাপটেন আবিদ মারা গেছেন। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কত তা জানা যায়নি।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ বিমানটি ৬৭ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে বাংলাদেশের ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে ৩৭ পুরুষ, ২৭ নারী ও দুই শিশু ছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান দুর্ঘটনা তদন্তে নেপালে ৬ সদস্যের কমিটি
--------------------------------------------------------

গতকাল সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। বার্তা সংস্থা এএফপি বলেছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। তবে এই প্রতিবেদন লেখার একটু আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিমানটির পাইলট আবিদ সুলতান। এর ফলে নিহতের সংখ্যা এসেছে দাঁড়িয়েছে পঞ্চাশে। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের পাঁচটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
X
Fresh