• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকার থাকবে সারাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৮, ১৪:০৯

একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে সারাদেশে এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

রোববার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকের সময় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ২৫ তারিখ রাতে বাতি নিভিয়ে এক মিনিট নিরবতা পালন করবে দেশবাসী। তবে কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ বন্ধ হবে না, ব্যক্তিপর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি প্রতীকী উদযাপন।

তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।