• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনার পদক্ষেপে সন্তুষ্ট বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০১৬, ২০:৪৫

উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ মত প্রকাশ করেন তিনি ।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান। প্রেসসচিব জানান, দেশের উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সঙ্গে একমত প্রকাশ করেছেন জিম ইয়ং কিম।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, নারীর ক্ষমতায়ন, স্বাক্ষরতার হার বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। এ অগ্রযাত্রায় বিশ্ব ব্যংকের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দ্রুত উন্নয়ন চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের ধারাবাহিকতায় সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোল অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে কার্যকরি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এপি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh